দোয়ারাবাজারে সংঘর্ষে আহত ৩ জন, আটক ১

দোয়ারাবাজারে সংঘর্ষে  আহত ৩ জন, আটক ১

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে মাদক ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের হাতে একজন আটক হয়েছেন। আহতরা হলেন ছনুগাঁও গ্রামের আরজ আলী (৩৪), কুশিউড়া গ্রামের সুলতান আহমদ (৩৫), ছনুগাঁও গ্রামের শিপলু মিয়া (৩৫)।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় বাংলাবাজার ইউনিয়নের ছনুগাঁও গ্রামে।
এ ব্যাপারে একই গ্রামের ইরশাদ আলীর পুত্র বাংলাবাজার বাজার পরিচালনা কমিটির সভাপতি আরব আলী বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদীর ভাই আরজ আলী ও ভাগনা সুলতান মিয়া তাদের ইজারাকৃত বালিউড়া বাজার থেকে টুল আদায় করে বাড়ি ফেরার পথে রাতের আঁধারে একই গ্রামের হোসেন আলীর পুত্র আকিক মিয়া (৩৫) ও জয়নাল আবেদীন সহ ৮/১০ জন লোক তাদের উপর হামলা চালিয়ে টাকা লুট করে নিয়ে যায়।
পুলিশের হাতে আটককৃত আকিক মিয়ার চাচা ফিরুজ মিয়া বলেন, গত চার পাঁচদিন পূর্বে আরব আলীর লোকজন ৫০/৬০ টা মহিষ আমাদের গ্রামের সড়ক দিয়ে তাদের আস্তানায় নিয়ে যায়। এতে আমাদের গ্রামের লোকজন বাধা দিলে বৃহস্পতিবার রাত ৩টায় সময় আরব আলীর ভাই ও তার ভাগনা কুশিউড়া গ্রামের সুলতান সহ চার পাঁচজন লোক শানুর মিয়ার দোকানের সামনে দাঁড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। এমন সময় জয়নাল আবেদীন ও শিপলু মিয়া সহ তিন চারজনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে আরব আলীর লোকজন তাদের উপর হামলা চালায়।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব দুলাল ধর বলেন, মামলা রুজু করা হয়েছে, ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Explore More Districts