Advertisement
বান্দরবান-রাঙামাটি সড়কে বাঙ্গালহালিয়া এলাকার ভাবনা কেন্দ্র গেইট এলাকায় বালুবাহী একটি ট্রাক বেলী ব্রীজের পাটাতনে আটকে বান্দরবান- রাঙামাটি-চন্দ্রঘোনা সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার (২৬মে) বিকাল ৪ টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বাঙ্গালহালিয়া ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য জানান, বান্দরবান সড়কের ভাবনা কেন্দ্র সংলগ্ন নতুন ব্রীজ নির্মাণ করায় যানচলাচলের জন্য এলজিইডি কর্তৃপক্ষ বিকল্প ব্রীজ নির্মাণ করে। নির্মিত অস্থায়ী ষ্টিল ব্রীজে অতিরিক্ত বালি বহনকারী ট্রাকের ওজনের চাপ পড়ায় পাটাতন উল্টে গেলে ট্রাকটি আটকে যায়। এতে সাধারণ জনগণসহ যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।
এদিকে খবর পেয়ে বাঙালহালিয়া সেনা ক্যাম্পের সদস্য ও স্থানীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান এবং দ্রুত যান চলাচলের ব্যবস্থা গ্রহনের জন্য বান্দরবান সড়ক ও জনপদ বিভাগকে অবহিত করেন। এ বিষয়টি নিশ্চিত করে বাঙালহালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজামান।
এমকে