মৃত্যুহীন দিনে করোনায় শনাক্ত ২৩

মৃত্যুহীন দিনে করোনায় শনাক্ত ২৩

প্রতীকী ছবি।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে আরও ২৩ জনের। আর করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৫৯৯টি নমুনা।

রোববার (৮ মে) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৪১ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭৯৯ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৬৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৮ লাখ ৯৭ হাজার ৫২৬ জন। মৃতের মোট সংখ্যা ২৯ হাজার ১২৭ জন।

প্রসঙ্গত, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

/এমএন

Explore More Districts