তৃনমুল নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন অধ্যাপক ডাঃ এম এ আজিজ – Alokito Mymensingh 24

তৃনমুল নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন অধ্যাপক ডাঃ এম এ আজিজ – Alokito Mymensingh 24

আপডেটঃ 3:10 pm | May 07, 2022

তৃনমুল নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন অধ্যাপক ডাঃ এম এ আজিজ – Alokito Mymensingh 24

ইব্রাহিম মুকুট ঃ তৃনমূল নেতাকর্মীদের সাথে পবিত্র ঈদুল ফিতরের পর নিজ বাড়িতে ময়মনসিংহ সদর উপজেলা আওয়ামী লীগের সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের সাথে ঈদ পুনর্মিলন ও মতবিনিময় করেন চিকিৎসক সমাজের প্রাণ পুরুষ কোভিড যোদ্ধা মানবিক চিকিৎসক অধ্যাপক ডাঃ এম এ আজিজ। ৬মে ২০২২ ইং শুক্রবার সকালে নিজ বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজোন করেন ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক এইচ এম ফারুক।দিনব্যাপী এই অনুষ্ঠানে সকাল থেকে চরাঞ্চলের তৃনমূল নেতাকর্মীরা স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর মহাসচিব অধ্যাপক ডাঃ এমএ আজিজের সদর উপজেলাস্থ চর ঈশ্বরদীয়া রামগেপালপুরের পৈত্রিক বাড়িতে নেতাকর্মীদের ঢল নামে।অধ্যাপক ডাঃ এম এ আজিজ নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। প্রধান মন্ত্রী শেখ হাসিনার আস্থা ভাজন চরাঞ্চলের কৃতিসন্তানকে এক নজর দেখার জন্য বিভিন্ন ইউনিয়ন থেকে জনপ্রতিনিধি ছাড়াও বৃদ্ধ লোকজন ভীর জমায়। তিনি একে একে সকলের শারীরিক ও অন্যান্য বিষয়ে খোজ খবর নেন এবং তাদের মধ্যে অনেকের চিকিৎসার জন্য পরামর্শ প্রদান করেন।চরাঞ্চলের অবহেলিত অঞ্চল গুলোর উন্নয়নে আশ্বাস প্রদান করেন।এছাড়া তিনি প্রবিন আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মরহুম এম জোবেদ আলী এমপি ও তরুন আওয়ামী লীগের নেতা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামিউল আলম লিটন এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।পরে তিনি উপস্থিত নেতা কর্মীদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্যের জন্য দোয়া কামনা করেন। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা সুস্থ থাকলে দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। জনপ্রতিনিধিদের একসঙ্গে কাজ করারও পরামর্শ দেন। কোন গ্রুপিং নয় সকলেই মিলেমিশে এলাকার উন্নয়নে ভুমিকা রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার উদাত্ত আহবান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিএমএ সাধারণ সম্পাদক ডাঃ হোসাইন আহাম্মদ গোলন্দাজ তারা, ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক, সহযোগী অধ্যাপক ডাঃ খুরশেদ আলমগীর, ডাঃ সুধীর চন্দ্র পাল ও আমিনুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন এর জনপ্রতিনিধিগন,আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতাকর্মী।

Explore More Districts