দৈনিকসিলেটডটকম: ন্যাশনাল প্রেস সোসাইটির ‘মানবতার ঘর’ সিলেটের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (২মে) নওয়াগাঁও সাদিপুর গাজী বুরহান উদ্দিন মাজার রোড নগরীর ২৪নং ওয়ার্ড এলাকায় গরিব অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
সুরমা সমাজ কল্যাণ সমিতির সভাপতি মাছুম আহমদ এর সভাপতিত্বে ন্যাশনাল প্রেস সোসাইটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এর পরিচালনায় উপস্থিত ছিলেন, স্পেন প্রবাসী মাসুদ আহমদ, ফয়সল আহমদ, মো: মুরছালিন, কবির আহমদ, কামরুল আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, মানবতার কল্যাণে সবাই এগিয়ে আসতে হবে। প্রতি বছরের ন্যায় এবারও ন্যাশনাল প্রেস সোসাইটি ‘মানবতার ঘর’ গরিব অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন। সমাজের অসহায় হতদরিদ্র মানুষের উন্নয়নে, দেশের বিত্তবান শ্রেণিকে এগিয়ে আসতে হবে। দরিদ্র মানুষের উন্নয়নের মাধ্যমেই একটি রাষ্ট্রের উন্নয়ন চোখে পড়ে। তাই সবাইকে দেশ ও সমাজের উন্নয়নের জন্য গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন