আপডেটঃ 5:33 pm | May 02, 2022

ইব্রাহিম মুকুট ঃস্বাধীনতা_নার্সেস_পরিষদ (স্বানাপ) এর আয়োজনে গত ১মে রবিবার সন্ধ্যায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল চরপাড়াস্থ সালতানাত রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। স্বানাপ সভাপতি ইসমাইল হুসেন এর সভাপতিত্বে স্বানাপ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সরকার স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ সাধারণ সম্পাদক ডা.হোসাইন আহাম্মদ গোলন্দাজ তারা। বিশেষ অতিথি ছিলেন নাক, কান, গলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা.শাকের আহমেদ,আওয়ামী যুবলীগ ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সেবা তত্ত্বাবধায়ক সেলিনা আক্তার,মেডিকেল কলেজ ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান,মেডিকেল কলেজ হাসপাতাল সেবা তত্ত্বাবধায়ক একে এম আবদুল করিম, নিভা চন্দ সরকার উপসেবা তত্বাবধায়ক মমেকহা,রোখসানা বেগম উপ সেবা তত্ত্বাবধায়ক মমেকহা, নুরুল ইসলাম ফরাজি লেকচারার মনাক এবং নার্সিং সুপারভাইজারগন এবং নার্সিং কর্মকর্তা সহ অন্যান্য অতিথি বৃন্দ। আরও উপস্থিত ছিলেন যুবলীগ এবং ছাত্রলীগ নেতৃবৃন্দ মমেক শাখা।দোয়া মাহফিল ও ইফতার এর পর স্বানাপ যুগ্ম সাধারণ সম্পাদক রাফাত উল্লাহকে চাকুরি থেকে অবসর গ্রহন করায় বিদায় সংবর্ধনা দেওয়া। উপস্থিত ছিলেন মোহনেছ মুক্তা,আলতাব হোসেন,হাসিনা বেগম,মাসুদ রানা, প্রহেলিকা বেলা শরিফ মুহাম্মদ মোহেবুল্লাহ, সজিব হোসেন, আম্বিয়া আক্তার পলি, একে রতন, বিষ্ণু পদ সরকার, আল মামুন, সহ স্বানাপের সকল নেতৃবৃন্দ ময়মনসিংহ শাখা। ইফতার পূর্বে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। ইফতার মাহফিল সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক স্বানাপ তৌহিদ মুহাম্মদ জুয়েল।
