জয়িতার ম্যানেজার তানিয়া রোকসানা জানান, জয়িতা ফাউন্ডেশন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের একটি শাখা। প্রধানমন্ত্রী চান নারীরা উদ্যোক্তা হিসেবে স্বনির্ভর হোক। মাথা উঁচু করে দাঁড়াক।
এই ঈদে জয়িতার আয়োজনে আরও থাকছে আকর্ষণীয় সব অফার। প্রতি ১০০০ টাকার পণ্যের কুপনের র্যাফল ড্রতে জিতলে থাকছে পুরস্কার। এই অফার চলবে শেষ রোজা পর্যন্ত।
ছবি: প্রতিবেদক