মিয়ানমারে ভূমিকম্প, কাঁপল চট্টগ্রাম – দৈনিক আজাদী

মিয়ানমারে ভূমিকম্প, কাঁপল চট্টগ্রাম – দৈনিক আজাদী





মিয়ানমারের মনওয়া শহরের পশ্চিম-উত্তর-পশ্চিমে আঘাত হেনেছে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প। মিয়ানমারের এই ভূমিকম্প বাংলাদেশের সীমান্তবর্তী চট্টগ্রাম ও কক্সবাজারের কিছু কিছু এলাকায় অনুভূত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময় রাত সোয়া ৯টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের মনিওয়া শহর থেকে ১১৫ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে। কেন্দ্রের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার গভীরে।

ভারতের মিজোরাম রাজ্যও ভূমিকম্পে কেঁপে ওঠে বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।




Explore More Districts