আপডেটঃ 11:16 am | April 29, 2022
ইব্রাহিম মুকুট ময়মনসিংহ ঃ ময়মনসিংহে ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭এপ্রিল) বিকালে নগরীর হোটেল সালতানাতে অপসোনিন ফার্মাসিউটিক্যালস এর সার্বিক সহযোগিতায় বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাকটিশনার্স এসোসিয়েশন (বিপিএমপিএ) ময়মনসিংহ এর আয়োজনে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ এর মহাসচিব অধ্যাপক ডাঃ এম এআজিজ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ এম এ আজিজ বলেন-দিবসটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিন মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর নামকরণ করা হয়। তিনি বলেন-১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানী হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হামলা চালানোর পর একই বছরের ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে সার্বভৌম গণপ্রজাতন্ত্র রূপে বাংলাদেশের প্রতিষ্ঠা ঘোষণা করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। বঙ্গবন্ধুর অবর্তমানে সৈয়দ নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়। এই অস্থায়ী সরকারের সফল নেতৃত্বে ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হয়। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাকটিশনার্স এসোসিয়েশন (বিপিএমপিএ) এর সভাপতি ডাঃ হরি শংকর দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ এইচ এ গোলন্দাজ তারার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- ময়মনসিংহ বিভাগীয় পরিচাল স্বাস্থ্য ডাঃ শাহ আলম সরকার, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক, ডাঃ কে আর ইসলাম, ডাঃ মতিউর রহমান,ডাঃ মানোয়ার হোসেন,ডাঃ আবুল হোসেন, ডাঃ গোলাম মোস্তফা,ডাঃ শাকের আহমেদ,ডাঃশিলা শেন,অপসোনিন ফার্মার এরিয়া ম্যানেজার ফয়সাল আহমেদ প্রমুখ। আলোচনা সভা শেষে সভায় উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল করায় সকলকে ধন্যবাদ জানান অপসোনিন ফার্মাসিউটিক্যাল ময়মনসিংহ এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার এ কে এম আশরাফুল ইসলাম,এরিয়া ম্যানেজার ফয়সাল আহমেদ। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনাসহ দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে মাহে রমজান এর ইফতার বিতরণ করা হয়।।