
কিশোরগঞ্জের তাড়াইলে আওয়ামী যুবলীগের উদ্যোগে উপজেলা যুবলীগের প্রয়াত সকল নেতা কর্মীদের আত্নার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকালে তাড়াইল উপজেলা পরিষদ হলরুমে তাড়াইলের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা ব্যারিষ্টার গোলাম কবির ভূঁইয়ার সার্বিক সহযোগিতায় উপজেলা আওয়ামী যুবলীগ এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন।
উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের আহবায়ক মো.আমিনুল ইসলাম বকুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো.আজিজুল হক ভূঁইয়া মোতাহার, সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন লাকি, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মো. ইফতেখারুল ইসলাম পাভেল, জেলা যুবলীগ আহবায়ক কমিটির সদস্য মো.কামরুল ইসলাম বাবু,উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি ইসলাম উদ্দিন ফয়সাল,উপজেলা যুবলীগ নেতা মো.হারুনুর রশিদ, মো. রফিকুল ইসলাম মাসুদ,মো.আফজাল হোসেন কাদির ছাড়াও উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসএইচ