মোঃ আলী ছোবান, নেত্রকোনা প্রতিনিধিঃ
আগামী ৪ অক্টোবর জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নেত্রকোনা সিভিল সার্জন অফিসের উদ্যোগে মঙ্গলবার দুপুরে ইপিআই ভবনে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। নেত্রকোনার সিভিল সার্জন ডাক্তার মো. তাজুল ইসলাম খানের সভাপতিত্ব কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন লুৎফুর রহমান খান।
এ সময় জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় সিভিল সার্জন ডা. মো. তাজুল ইসলাম খান জানান, আগামী ৪ অক্টোবর জেলার ২ হাজার ২ শ ৬৪ টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৮ হাজার ১ শত ৬৪ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৩২ হাজার ৭ শত ৬৫ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।