কাউনিয়ায় পরিত্যাক্ত ইটভাটা থেকে ৭ জুয়ারু গ্রেফতার

কাউনিয়ায় পরিত্যাক্ত ইটভাটা থেকে ৭ জুয়ারু গ্রেফতার

কাউনিয়ায় পরিত্যাক্ত ইটভাটা থেকে ৭ জুয়ারু গ্রেফতার

কাউনিয়া (রংপুর)প্রতিনিধি,


  • আপডেট সময় :
    শনিবার, ১৬ এপ্রিল, ২০২২


রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের মধ্যে চাঁনঘাট গ্রামে পরিত্যাক্ত একটি ইটভাটার চালা ঘর থেকে শুক্রবার গভীর রাতে টহল পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৭ জুয়ারুকে গ্রেফতার করেছে।থানা সূত্রে জানাগেছে ,গোপন সংবাদের ভিত্তিতে টহল পুলিশ শুক্রবার রাত আনুমানিক ২ টার দিকে কুর্শা ইউনিয়নের মধ্যে চাঁনঘাট এলাকায় পরিত্যাক্ত ইট অভিযান চালিয়ে ৭ জুয়ারু কে জুয়া খেলার সামগ্রী সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো কাউনিয়া উপজেলার খোর্দ্দভূতছাড়া গ্রামের আবুল হোসেনের পুত্র মোঃ নুর ইসলাম (২৮) বল্লভবিষু গ্রামের তালেব উদ্দিনের পুত্র মোঃ লেবু মিয়া(২৪) একই গ্রামের খয়বর হোসেনের পুত্র শফিকুল ইসলাম (৫৭) নীলফামারী জেলার জলঢাকা উপজেলার খুটামারা গ্রামের দরি বসন্তের পুত্র প্রিয়নাথ চন্দ্র রায়(৩২) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ব্যাকাটারী গ্রামের রাধা চরনের পুত্র দিলীপ চন্দ্র বর্ম্মন(২৫) একই উপজেলার খত্রি পাড়া গ্রামের খগেন্দ্র নাথ বর্ম্মনের পুত্র গোবিন্দ চন্দ্র (৬০) পীরগাছা উপজেলার দেব সোনারায় গ্রামের সুরঞ্জিত চন্দ্রের পুত্র বিপুল চন্দ্র সিংহ(৩২) আটককৃতদের পুলিশ শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ( ওসি) মাসুমুর রহমান বলেন ৭ জুয়ারুর বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরো সংবাদ

Explore More Districts