
১৬ এপ্রিল, ২০২২ | ৫:১৫ অপরাহ্ণ
বিনোদন ডেস্ক
রণবীর পরেছিল কুমিরের চামড়ার বেল্টের ২৪ লাখ টাকা দামের ঘড়ি
কাপুর পরিবার ও ভাট পরিবারের আত্মীয়তা তৈরি হল রণবীর আর আলিয়ার বিয়ের মাধ্যমে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) জমকালো আয়োজনে বিয়ে করেন রণবীর-আলিয়া। তাদের বিয়েতে আড়ম্বর বা চাকচিক্য ছিল না। রণবীর পরিবারের প্রায় সব প্রথা মেনে আলিয়াকে কাপুর পরিবারের বউ করে নিয়ে আসেন। তবে এখন চর্চায় উঠে এসেছে বিয়ের দিন রণবীরের হাতের এক বিশেষ ঘড়ি।
রণবীর চাননি তাদের বিয়েকে ঘিরে বেশি হইচই বা আড়ম্বর হোক। নিতান্তই ঘরোয়াভাবে বিয়ে করতে চেয়েছিলেন এই বলিউড তারকা। মুম্বাইয়ের পালি হিলের ‘বাস্তু’ আবাসনের বিল্ডিংয়ে আলিয়ার ফ্ল্যাটের বারান্দায় তাদের বিয়ের আয়োজন করা হয়েছিল। এই একই বিল্ডিংয়ের সপ্তম তলায় থাকেন রণবীর। বিয়ের আয়োজন ভাট পরিবার করেছিল। তবে কাপুর পরিবারের প্রথা এ ক্ষেত্রে বজায় রাখা হয়েছিল বলে খবর।
রণবীরের এক বিশেষ দল বিয়ের খুঁটিনাটির প্রতি নজর রেখেছিল। বিয়ের দিন রণবীরের পরনে ছিল অফ হোয়াইটের ওপর সোনালি কাজের শেরওয়ানি আর পাঞ্জাবি। মাথায় বেঁধেছিলেন পাগড়ি। এদিন তার হাতে এক ঘড়ি দেখা গিয়েছিল। এই ঘড়িটি সবার নজর কেড়েছিল। জানা যায়, ঘড়িটি প্রয়াত বরেণ্য অভিনেতা ঋষি কাপুরের।
বিশেষ ঘড়িটির ব্যান্ড নীল কুমিরের চামড়া দিয়ে নির্মিত। আর ১৮ ক্যারেট সাদা সোনা দিয়ে ঘড়িটি বানানো হয়েছে। জানা যায়, ঘড়িটির দাম ২১ লাখ রুপি। ঋষি কাপুর এক আবেগঘন মুহূর্তে রণবীরকে এই বিশেষ ঘড়িটি দিয়েছিলেন। আর তাই রণবীর বিয়ের দিন বাবার দেওয়া বহুমূল্য ঘড়িটি পরে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
আলিয়ার বিয়ের সাজ পোশাকে অনেক কিছু বিশেষ ছিল। এই বলিউড নায়িকার পোশাক তার আর রণবীরের সম্পর্কের কিছু কথা তুলে ধরেছে। তাঁর মঙ্গলসূত্রে ছিল রণবীরের লাকি সংখ্যা ‘৮’। আর তার মাথার ভেলে লেখা ছিল বিয়ের দিন। আলিয়া বিয়ের দিন পরেছিলেন রণবীরের সঙ্গে ম্যাচিং করা পোশাক। এদিন তার পরনে ছিল অফ হোয়াইটের ওপর সোনালি কাজ করা শাড়ি ও ব্লাউজ। আর আলিয়া এক পিঠ খোলা চুলের ওপর একই রঙের ভেল পরেছিলেন। তাঁর বিয়ের পোশাক ডিজাইন করেছিলেন খ্যাতনামা বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। আর রণবীরের হাতে ছিল কুমিরের চামড়ার বেল্টের ২৪ লাখ টাকা দামের ঘড়ি।
পূর্বকোণ/পিআর
শেয়ার করুন
The Post Viewed By: 43 People