মানব পাচার প্রতিরোধে যশোর ও নড়াইলে পৃথক তিনটি ইউনিয়নে কাউন্টার ট্রাফিকিং উইমেন ফোরাম (সিটি ডব্লিউএফ) কমিটি গঠন করা হয়েছে। দাতা সংস্থা চান্স সুইস ও বনো ডাইরেক্ট এইডের সহযোগিতায় মানবাধিকার সংগঠন রাইটস যশোর এ অনুষ্ঠানের আয়োজন করে।
গতকাল (১৩.০৪.২০২২) সকালে নড়াইলের শেখহাটি ইউনিয়নে সিটিডব্লিউএফ কমিটি গঠন করা হয়। এসময় আলোচনা সভায় বক্তৃতা করেন শেখহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলক বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেখহাটি পুলিশ ফাঁড়ির টুআইসি মোহাম্মদ রাজু। এর পূর্বে গত ১২ এপ্রিল নড়াইল সদরের তুলারামপুর ইউনিয়নের সিটিডব্লিউএফ কমিটি গঠন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, বিশেষ অতিথি ছিলেন তুলারামপুর ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান। অপরদিকে গত ১১ এপ্রিল যশোর’র শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে বাহাদুরপুর ইউনিয়ন সিটিডব্লিউএফ কমিটি গঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান প্রমুখ। ১৫ সদস্য বিশিষ্ট বিভিন্ন পেশার নারীদের নিয়ে এ কমিটি প্রকল্পধীন ইউনিয়নগুলোতে মানবপাচার প্রতিরোধে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করবে। কর্মসূচিতে উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ রাইটস যশোর’র গঠিত এ কমিটিকে অভিনন্দনসহ এ ধরণের নীতি বিবর্জিত কাজকে সমাজ থেকে সমূলে বিনাশ করার জন্য এ কমিটি অগ্রণি ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সাথে সাথে এ ধরনের নন্দিত উদ্যোগ আয়োজনের জন্য রাইটস যশোরকে ধন্যবাদ জানান। সহায়ক হিসেবে সেশন পরিচালনা করেন রাইটস যশোর’র প্রোগ্রাম ম্যানেজার এস এম আজহারুল ইসলাম ও প্রজেক্ট অফিসার অ্যাড. তাহমিদ আকাশ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন তথ্যানুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান ও কাউন্সেলর ঝুমা হালদার। -সংবাদ বিজ্ঞপ্তি