আপডেটঃ 4:14 pm | April 08, 2022
মো: নাজমুল হুদা মানিক ॥ ব্রম্মপুত্র নদের বয়ড়াঘাট হতে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ার অপরাধে গ্রেফতারকৃত ভাংনামারী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক রাসেলকে নি:শ^ার্থ মুক্তির দাবীতে ডৌহাখোলা ও ভাংনামারী ইউনিয়নের আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনতার উদ্যোগে চন্দ্রকোনা মোড়ে ৭ এপ্রিল দুপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক রাসেল এর নিঃস্বার্থ মুক্তি ও অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধনে ভাংনামারী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আলী, উপজেলা তাতীলীগের সহসভাপতি শহিদুল ইসলাম, ডৌহাখোলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী মুক্তি, ভাংনামারী ইউনিয়ন সড়ক পরিবহন সমিতির সভাপতি নেজামুল হক প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, গৌরীপুর উপজেলায় বালু মহল না থাকলেও বাপ্পী রহমানের নেতৃত্বে একটি মহল বয়ড়াঘাট থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে।অবৈধভাবে উত্তোীরত বালু শত শত ট্রাক বুঝাই করে বিভিন্ন স্থানে স্থানান্তর করা হচ্ছে। এতে ইউনিয়নের রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে। মানুষ স্বাভাবিক ভাবে চলাচল করতে পারছে না। অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় আওয়ামী লীগের নেতা রাসেলকে মিথ্যা মামলায় অভিযুক্ত করে গ্রেফতার করেছে। নেতৃবৃন্দ অবিলম্বে আওয়ামীলীগ নেতা রাসেলের মুক্তি দাবী করেছে।