একই পরিবারের তিনজনের করোনা শনাক্ত হয়েছে। ওই পরিবারের প্রতি অনিহা প্রকাশ করছেন এলাকার অনেকেই। কেউবা ইউএনওকে ফোন দিয়েও পরিবারটিকে অন্যত্র সড়িতে নিতে বলেন। এমন খবরে ইউএনও ঘটনাস্থলে যান ঠিকই। ওই পরিবারকে কোথাও স্থানান্তর না করে বাড়ীতে রেখে আসলেন ‘ভালোবার থলে’ এবং ওই এলকার লোকজনের মানসিকতা পরিবর্তনের জন্য কথা বলেন তিনি।
ঘটনাটি নেত্রকোনা জেলার দুর্গাপুর পৌরশহরের একটি এলাকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব-উল-আহসান বুধবার আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে যাওয়ার সময় সাথে নেন ‘‘ভালোবাসার থলে’’ শিরোনামে একটি ফলের ব্যাগ ও পরিবারের জন্য এক সপ্তাহের খাদ্যসহায়তা। আক্রান্তদের উদ্দেশ্যে লিখে রাখেন, মনে সাহস রাখবেন, ইউএনও আপনাদের পাশে আছে। যে কোন প্রয়োজনে ফোন করবেন।
ইউএনও রাজীব-উল-আহসান যুগান্তর কে বলেন, অন্যএক করোনা আক্রান্ত রোগীর খোজ নিতে গিয়ে ওই পরিবারের একজনের দেহে করোনা ছড়িয়ে পরবর্তিতে পরিবারের তিনজনের দেহেই ভাইরাস সংক্রমিত হয়। ওই এলাকা থেকে আমার কাছে অনেক ফোন আসে। বেশির ভাগ মানুষই পরিবারটিকে ওই এলাকা থেকে অন্যত্র সড়িয়ে নেয়ার অনুরোধ করেন। এসব শুনে আমার মন খারাপ হয়ে যায়। দুপরের দিকে আমি নিজেই ওই এলাকায় যাই। এলাকাবাসীর মানসিকতার পরিবর্তন ও রোগীর মনোবল বাড়াতে অন্যান্যদেরকে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে আক্রান্ত পরিবারকে সহায়তা করতে বলে আসি।