দিনাজপুরে পল্লীশ্রীর প্রেসার গ্রুপের সভা অনুষ্ঠিত – দিনাজপুর নিউজ

দিনাজপুরে পল্লীশ্রীর প্রেসার গ্রুপের সভা অনুষ্ঠিত – দিনাজপুর নিউজ

দিনাজপুর সংবাদাতাঃ বিবাহিত কিশোরী, কিশোর-কিশোরী, তরুন-তরুনীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার নিশ্চিতকরনে কমিউনিটির জনগন ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সক্ষমতা উন্নয়ন প্রকল্প পল্লীশ্রী এর আয়োজনে প্রেসার গ্রুপের সভা অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ও আউলিয়াপুর ইউনিয়নের চেরাডাঙ্গি উচ্চ বিদ্যালয়ে যথাক্রমে ২৩ মার্চ বুধবার ও ২৪ মার্চ বৃহস্পতিবার প্রেসার গ্রুপের সভা অনুষ্ঠিত হয়।

সভায় সদর উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন পেশার গন্যমান্য নারী-পুরুষ নিয়ে প্রেসার গ্রুপ গঠন করা হয়। সভা দুইটিতে ৭০ জন সদস্য অংশগ্রহন করেন। উক্ত সভা দুটির ফাজিলপুরে ইউপি সদস্য সিন্থিয়া আক্তার সিমু ও চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন।

প্রেসার গ্রুপের সদস্যরা এলাকায় বিবাহিত কিশোর কিশোরী, কিশোর কিশোরী, তরুন তরুনীদের প্রতি যে কোন ধরনের নির্যাতন বন্ধে এবং সহিংসতা বাল্যবিবাহ প্রতিরোধে প্রয়োজনীয় সামাজিক আন্দোলন তৈরী করা, নির্যাতনের ঘটনার সমাধানে সাধারন মানুষকে সহযোগিতা করা, আইনী সহায়তা, স্বাস্থ্য সহায়তা পাওয়ার ক্ষেত্রে সরকারী রেসরকারী প্রতিষ্ঠানে লিংকেজ করা, নেতৃত্ব বিকাশে ভুমিকা রাখা, জেন্ডার সংবেদনশীতা চর্চায় সহায়তা করা, সকল স্বাস্থ্য্যসেবা প্রদানকারী সংস্থাসমুহ, স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমুহের সাথে সমন্বয়ের মাধ্যমে লক্ষিত জনগোষ্ঠির প্রাপ্ত সেবাসমূহ নিশ্চিতকরনে ভুমিকা রাখা নিয়ে আলোচনা হয়।

ট্রেইনার রওনক লায়লা এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সুন্দরবন ইউপি সদস্য মতিউর রহমান, কমলপুর ইউপি আশরাফুজ্জামান, আস্করপুর ইউপি সদস্য মতিউর রহমান, ফাসিলাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত থেকে আলোচনা করেন পল্লীশ্রীর প্রোগ্রাম ম্যানেজার শামসুন নাহার, ট্রেইনার কামরুন নাহার, মো. আজিজুল ইসলাম, মো. সাজেদুল ইসলাম প্রমুখ।

Explore More Districts