যে সিলেটের সৌন্দর্য পর্যটকেরা দেখেনি এখনও

যে সিলেটের সৌন্দর্য পর্যটকেরা দেখেনি এখনও

কিন্তু এখনো নিকটস্থ সিলেটের প্রাচীন লাউর রাজ্যকে দর্শক-পর্যটকদের সামনে নিয়ে আসা সম্ভব হয়নি। ধ্বংসাবশেষ পাওয়া গেছে, প্রত্নতত্ত্ব অধিদপ্তর কাজ শুরু করেছে, বেরিয়ে আসবে প্রাচীন ইতিহাসের অজানা তথ্য ও কাহিনি, ভবিষ্যতে জায়গাটি পর্যটকদের আগ্রহের কেন্দ্র হয়ে দাঁড়াবে বলে আমাদের ধারণা। এ ছাড়া যেসব হাওরকে কেন্দ্র করে তৈরি হয়েছে অসংখ্য কিচ্ছা, পালা, গীতিকা, লোকগান—সেই সব শোনানোর ও দেখানোর কোনো উদ্যোগ আজও নেওয়া হয়নি। রাধারমণ দত্ত, হাসন রাজা, কামাল উদ্দিন, শাহ আবদুল করিম, দুর্বিন শাহর মতো সাধক-কবিরা তো হাওরের সাংস্কৃতিক পরিমণ্ডলেরই সন্তান, তাই তাঁদের গান ও লোক আঙ্গিকের পরিবেশনা থাকলে পর্যটকেরা যেমন ঋদ্ধ হবেন, তেমনই উপকৃত হবেন হাওরাঞ্চলে দরিদ্র শিল্পী-গায়কেরাও।

হাওরের পরিবেশ রক্ষার জন্য একাধিক সংগঠন গুরুত্বপূর্ণ কাজ করছে, নিঃসন্দেহে তা প্রশংসনীয়, এর সঙ্গে সাংস্কৃতিক উদ্যোগ ও তৎপরতা অব্যাহত থাকলে আমাদের স্থানীয় ও জাতীয় সংস্কৃতি সমৃদ্ধ হবে।

মোস্তাক আহমাদ দীন লেখক, গবেষক এবং লিডিং ইউনিভার্সিটির শিক্ষক

Explore More Districts