সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানি রফতানি কার্যক্রম আজ থেকে তিন দিন বন্ধ

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানি রফতানি কার্যক্রম আজ থেকে তিন দিন বন্ধ



Post Views:

নিজস্ব  প্রতিনিধি ঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন,
সাপ্তাহিক ছুটি ও পবিত্র শবেবরাত উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে টানা
তিন দিন সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সবধরনের পণ্য
আমদানী-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। একইসাথে বন্দর অভ্যন্তরে সবধরনের
কার্যক্রমও বন্ধ থাকবে। আগামী রোববাবার থেকে আবারও যথারীতি
আমদানি-রপ্তানী কার্যক্রম চলবে। তবে, ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোষ্ট
দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।
ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক মাকসুদ
খাঁন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, শুক্রবার সাপ্তাহিক
ছুটি এবং শনিবার পবিত্র শবেবরাত উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে
আগামী শনিবার পর্যন্ত টানা টানা তিন দিন বন্ধ থাকবে বন্দরের আমদানী
রপ্তানী কার্যক্রম। বিষয়টি আমাদের পক্ষ থেকে ভারতীয় ব্যবসায়ীদের এক
চিঠির মাধ্যমে জানানো হয়েছে। তবে, আগামী রোববাবার থেকে আবারও
যথারীতি আমদানি-রপ্তানী কার্যক্রম চলবে বলে তিনি আরো জানান।
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন ওসি জাহাঙ্গীর হোসেন খাঁন বিষয়টি নিশ্চিত
করে জানান, আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও ভোমরা স্থলবন্দর
ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।

Please follow and like us:


Tweet
20

Explore More Districts