দিনাজপুর জাতীয় ভোক্তা অধিকার দিবস পালিত – দিনাজপুর নিউজ

দিনাজপুর জাতীয় ভোক্তা অধিকার দিবস পালিত – দিনাজপুর নিউজ

দিনাজপুর সংবাদাতাঃ দিনাজপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে “ডিজিটাল আর্থিক ব্যবস্থাপনায় ন্যায্যতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২২ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১৫ মার্চ মঙ্গলবার ১১টায় জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী’র সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বিশ্ব ভোক্তা অধিকার দিবসের আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম।

অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্যাবের সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ক্যাবের নির্বাহী সদস্য ও শহীদ আসাদুল্লাহ স্মৃতি সংসদের সভাপতি ডাঃ মুহাম্মদ শহীদুল্লাহ, দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, চাউল কাল মালিক গ্রুপের সভাপতি মোসাদ্দেক হুসেন, জেলা দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক জহির শাহ্, ক্যাবের অর্থ সম্পাদক হাজেরা হাসান, নির্বাহী সদস্য মোঃ সাইদুর রহমান, শহীদ আসাদুল্লাহ স্মৃতি সংসদ ও লাইব্রেরীর সাহিত্য ও লাইব্রেরী সম্পাদক, সুজন ও জেলা ক্যাবের নির্বাহী সদস্য সাংবাদিক মাসুদ রানা, জেলা ভ্যাটেরিনারী অফিসার ডাঃ আশফা প্রমুখ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন, জনস্বার্থ ও জনস্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে। মানুষ জানবে এটি আমাদের অধিকার।

তিনি আরো বলেন, নৈতিকতা ও মোরালেটির জায়গায় দৃঢ় না থাকলে স্ট্যান্ডার্ট লেবেলে আমরা পৌঁছতে পারবো না।

জেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহযোগিতায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মমতাজ বেগম সর্বসাধারনের জ্ঞাতার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নম্বর-১৬১২১ প্রদান করেন।

ফুলবাড়ীঃ দিনাজপুরের ফুলবাড়ীতে আর্ন্তজাতিক ভোক্তা অধিকার দিবস উপলক্ষে সেমিনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন সভাকক্ষে উপজেলা প্রশাসন ও ভোক্তা-অধিকার সংরক্ষন অদিদপ্তরের যৌথ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

ভোক্তা-অধিকার দিবস উপলক্ষে অনুষ্ঠিত সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখের উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, জেলা পরিষদ সদস্য ও ব্যবসায়ী নেতা কামরুজ্জামান কামরু, সমাজ সেবা কর্মকর্তা আখতারুজ্জামান, সাংবাদিক রজব আলী, এসআই আমজাদ হোসেন প্রমুখ।

সেমিনারে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Explore More Districts