নিজস্ব প্রতিবেদক ॥ মোহাম্মদ আলী রেজা নামে এক ব্যক্তিকে আটকে চাঁদা দাবির মামলার আসামি বিজলী খাতুন ওরফে কথাকে আটক করেছে যশোরের পুলিশ। রোববার সন্ধ্যায় শহরতলীর ধর্মতলার মোড় থেকে তাকে আটক করা হয়। পুলিশ সোমবার তাকে আদালতে সোপর্দ করলে ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল জবানবন্দি গ্রহণ শেষে তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন।
আটক বিজলী খাতুন ওরফে কথা যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার মুজিবুর রহমানের মেয়ে।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার এসআই আনছারুল হক জানান, বিজলী খাতুন ওরফে কথা মাদকাসক্ত। গত রোববার সন্ধ্যায় গোপন সূত্রে সংবাদ পান ওই আসামি ধর্মতলা মোড় এলাকায় ফেনসিডিল সেবন শেষে চা পানের জন্য একটি দোকানে অবস্থান করছেন। এই খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে বিজলী খাতুন ওরফে কথাকে আটক করেন। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিজলী স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
তিনি আরো জানান, গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে অপরাধী চক্রের সদস্য বিজলী খাতুন ওরফে কথা সদর উপজেলার বিরামপুরের আবুল হোসেনের ছেলে মোহাম্মদ আলী রেজাকে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে ডেকে শহরের ষষ্ঠীতলার একটি ভবনে নিয়ে যান। সেখানে ওই চক্রের সদস্যরা তাকে আটকে ৪ লাখ টাকা চাঁদা দাবি করেন। মোহাম্মদ আলী রেজা চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করায় তার মোটরসাইকেল কেড়ে নিয়ে তাড়িয়ে দেয়। এ ঘটনায় মামলা হলে পুলিশ চক্রের সদস্য রেল রোডের ইমান আলীর ছেলে বর্তমানে ষষ্ঠীতলার আর এন টাওয়ার ভবনের নিচতলার বাসিন্দা সবুজ ও রেল রোডস্থ ফুড গোডাউনের পাশের ফারুক মুন্সীর ছেলে এস এম রায়হান মুন্সীকে আটক করে।