স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনা মামলায় স্বামী কারাগারে

স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনা মামলায় স্বামী কারাগারে





নিজস্ব প্রতিবেদক ॥ যশোরে স্ত্রী জিদনি আক্তার বন্যা আত্মহত্যা প্ররোচনা মামলায় তার স্বামী আবু বক্কারের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছে আদালত। সোমবার আত্মসমর্পণের পরে জামিন আবেদন করলে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন। আসামি আবু বক্কার শহরতলীর শেখহাটি গ্রামের তমালতলার আবুল হোসেনের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, আসামি আবু বক্কার একাধিক মামলার আসামি ও মাদক কারবারি। ২০১৮ সালে আবু বক্কারের সাথে তার মেয়ে জিদনি আক্তার বন্যার বিয়ে হয়। আবু বক্কার বিয়ের পর থেকেই বন্যাকে একলাখ টাকা যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিল। বাধ্য হয়ে বন্যার বাবার বাড়ি থেকে আবু বক্কারকে যৌতুক হিসেবে ৩০ হাজার টাকা দেয়। কিন্তু দাবিকৃত যৌতুকের বাকি টাকার জন্য ২০২০ সালের ১৬ অক্টোরব রাতে বন্যাকে মারপিটের পরে তার গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বলে আদালতের মামলায় উল্লেখ করেন। মামলাটি আদালত তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আদেশ দেয়। মামলাটি পিবিআই তদন্ত করে আবু বক্করের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার অভিযোগের প্রমাণ পায়।
এ মামলায় প্রথমে আদালত আসামির বিরুদ্ধে সমনজারি করে। আসামি আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সোমবার আসামি আবু বক্কার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছে।








Explore More Districts