নিজের দেশে, নিজের দেশের সমর্থকদের সামনে দেশকে প্রতিনিধিত্ব করতে পারা অনেক গৌরবের। আন্তর্জাতিক ভেন্যু হিসেবে আফগানিস্তানের স্বীকৃতি না থাকায় সেই গৌরবের অংশীদার হতে পারেন না রশিদ খানরা। তবে বাংলাদেশের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ শেষে রশিদ জানালেন, একদিন খেলতে চান নিজের দেশেও।

রশিদের কাছে ঘরের মাঠে খেলার স্বপ্ন বিশ্বকাপ জয়ের স্বপ্নের চেয়েও বড়। সেই স্বপ্ন পুষে রেখে তার বিশ্বাস, আন্তর্জাতিক দল হিসেবে একদিন খোলে যাবে আফগানিস্তানের দরজা।
Advertisment
রশিদ বলেন, ‘নিজ দেশে খেলা আমার সবচেয়ে বড় স্বপ্ন। বিশ্বকাপ জয়ের চেয়েও এটা আমার কাছে বড় স্বপ্ন। আজ হোম কন্ডিশনে খেলা বাংলাদেশ দলকে সমর্থন জানাতে দেখলাম দর্শকদের, এটা অন্যরকম এক অনুভূতি। আমি আমার দেশেই এই অনুভূতিটা পেতে চাই।’
‘এটা প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন। বিশেষ করে আফগানদের জন্য। বাংলাদেশ, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মত একটি দলকে আপনারা আতিথেয়তা দিচ্ছেন… আশা করি এটা একসময় হবে, কারণ আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলছি।’
বাংলাদেশ সফরের কারণে রশিদ খেলতে পারেননি পিএসএলে, যদিও তার দল লাহোর কালান্দার্স জিতেছে শিরোপা। রশিদ জানালেন, তার কাছে সবসময় সবার আগে প্রাধান্য পায় জাতীয় দল।
তিনি বলেন, ‘ন্যাশনাল ডিউটি ইজ ন্যাশনাল ডিউটি। দলের জন্য আপনি ভালো করুন আর খারাপ করুন, সেটা অন্য ব্যাপার। খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ন্ত্রণ করা যায় না। কিন্তু আমি যেখানেই যাই, যেখানেই খেলি, যখন জাতীয় দলের খেলা থাকবে তখন আমাকে সেখানেই থাকতে হবে এবং জাতীয় দলের জন্য পারফর্ম করতে হবে।’
তরুণ খেলোয়াড়দের উদ্দেশে রশিদ আরও বলেন, ‘তরুণদের প্রতি আমার বার্তা থাকবে- জাতীয় দলের খেলার চেয়ে বড় কিছু নেই। আজ আমি এখানে কারণ আমার জাতীয় দল আফগানিস্তান আমাকে এখানে নিয়ে এসেছে। আফগানিস্তান আমাকে এই সম্মান দিয়েছে, এই নাম দিয়েছে। একে সম্মান জানাতে হবে এবং সবসময় জাতীয় দলের জন্য প্রস্তুত থাকতে হবে।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।