সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ ভারতের থানায়

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ ভারতের থানায়

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের লাশ ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানায় আছে। লিটন হোসেন (৩৫) নামের ওই যুবকের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী বিলগাথুয়া গ্রামে।

আজ রোববার সকালে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান। তিনি বলেন, গতকাল শনিবার রাত ১০টা ৫ মিনিটে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার ওসি হোয়াটসঅ্যাপে তাঁকে কয়েকটি ছবি পাঠিয়ে ফোন করেন। হোগলবাড়িয়া থানার ওসি জানিয়েছেন, রাতে সীমান্তে বিএসএফের সঙ্গে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। দেখে মনে হয়েছে, ওই যুবক বাংলাদেশি হতে পারেন। লাশ তাঁদের থানায় রাখা আছে। খোঁজ নিয়ে তথ্য জানাতে অনুরোধ করেন।

Explore More Districts