চাঁদপুরে পদ্মা ও মেঘনায় অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন ঠেকাতে এবং নদীর সম্পদ ধ্বংসের হাত থেকে রক্ষায় উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করেছে ভূমি মন্ত্রণালয়। ৬ সদস্যের এ কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (খাসজমি) জহুরুল হককে কমিটির আহ্বায়ক করা হয়েছে। ওই মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. জসিম উদ্দিন পাটওয়ারী স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।
কমিটির অন্য সদস্যরা হলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব (আইন-২) আবুল কালাম তালুকদার, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব (অধিগ্রহণ-১) কবির মাহমুদ, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. দাউদ হোসেন চৌধুরী।