যশোরে উই প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

যশোরে উই প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত





নিজস্ব প্রতিবেদক॥ যশোরে নারীর ক্ষমতায়ন (উই) প্রকল্পের আওতায় উপজেলা অ্যাসোসিয়েশন গঠনের লক্ষে সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শফিউল আলম, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা আফরোজা সুলতানা, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মিলন ও এডাব যশোরের সহসভাপতি শাহজাহান নান্নু। কর্মশালায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন উই প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী কৃষিবিদ আনিসুজ্জামান। কর্মশালায় উই প্রকল্পের ৭০ জন নারী দলনেত্রী অংশগ্রহণ করেন।

কর্মশালায় নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কর্মশালায় উই প্রকল্পের উপজেলা অ্যাসোসিয়েশন’র কমিটি গঠনের প্রক্রিয়া ও গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পরে সকলের সম্মতিতে ৭ সদস্যবিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করা হয়। আলোচনা শেষে নির্বাচন সুষ্ঠু এবং সঠিকভাবে পরিচালনার জন্য শপথ বাক্য পাঠ করানো হয়। ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেডক্রাফট্ এক্সচেঞ্জ’র অর্থায়নে এবং উলাসী সৃজনী সংঘ, বিকাশ বাংলাদেশ ও ট্রেডক্রাফট্ এক্সচেঞ্জ এই প্রকল্প বাস্তবায়ন করছে।








Explore More Districts