ঝিনাইগাতীতে নতুন রুপে সেজেছে উপজেলা ভূমি অফিস (ভিডিও)

ঝিনাইগাতীতে নতুন রুপে সেজেছে উপজেলা ভূমি অফিস (ভিডিও)

– Advertisement –

আজ বুধবার সকালে উপজেলা ভূমি অফিসের সম্মুখে সৃজিত কুসুম কানন নামে ফুলের বাগান, সহকারী কমিশনার ভূমির অফিস কক্ষের সৌন্দর্য বর্ধন ও আধুনিকায়ন, সেবা প্রাপ্তিদের কক্ষ আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন শেরপুর জেলা প্রশাসক মোমিনুর রশীদ ।

<span;>পুরাতন ভবন ছেড়ে নতুন ভবনে প্রবেশের আগেই সৌন্দর্য মন্ডিত হয়ে উঠেছে  কার্যালয়টি । আজ থেকে অফিসের সকল কর্মকর্তা, কর্মচারী নতুন ভবনে অফিসের কার্যক্রম করতে পেরে  খুশি  । জেলা প্রশাসককে ফুলেরতোড়া দিয়ে বরণ করে নিয়ে নতুন অফিসে এ উপলক্ষে এক মোনাজাত শেষে তাকে সন্মাননা স্বারক প্রদান করা হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীনের সাবির্ক ব্যবস্থাপনায় ভূমি অফিসটি সৌন্দর্যমন্ডিত হয়ে উঠে । এ সময় জেলা প্রশাসকের সাথে সফর সঙ্গি হিসাবে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশ সুপার পুলিশ রিজিয়ন ময়মনসিংহ নাইমুল হাসান নাইম । আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস,এম,এ ওয়ারেজ নাইম, ইউএনও ফারুক আল মাসুদ, ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান সহ উপজেলা ভাইস ৭টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগণ সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ ,সূশীল সমাজ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা ।

– Advertisement –

Explore More Districts