দোয়ারাবাজারে সুরমা নদীতে অবৈধ বালু উত্তোলন- ড্রেজার, নৌকা জব্দ

দোয়ারাবাজারে সুরমা নদীতে অবৈধ বালু উত্তোলন-    ড্রেজার, নৌকা জব্দ

স্টাফ রিপোর্টার
দোয়ারাবাজার উপজেলায় সুরমা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে চারটি নৌকা ও একটি ড্রেজার জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল আহমদ সুরমা নদীর হরিনাপাটি এলাকায় পুলিশ ও ভূমি কার্যালয়ের কর্মকর্তাদের নিয়ে এই অভিযান চালান।
উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তারা জানান, সুরমা নদীর ওই এলাকায় নদী থেকে বালু উত্তোলনের ফলে নদী ভাঙন দেখ দিয়েছে। এর আগে আরও দুইবার এসব বালু উত্তোলন বন্ধে অভিযান হয়েছে। মঙ্গলবার অভিযানের খবর পেয়ে নৌকায় থাকা লোকজন পালিয়ে যায। পরে চারটি নৌকা ও একটি ড্রেজার জব্দ করা হয়।
সুরমা নদীর হরিনাপাটি এলাকায় থাকা ‘সওদাগর বিক্স’র মালিক মাহবুব আলম বলেন, নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে আমার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙনের হুমকিতে রয়েছে। একইভাবে ভাঙনের হুমকিতে রযেছে নদী তীরের ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনা। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
দোয়ারাবাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফয়সল আহমদ বলেন, জব্দকৃত ড্রেজার ও নৌকা থানা পুলিশের জিম্মায় রাখা হবে। সুরমা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

Explore More Districts