ফেনীতে ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক বিক্রেতা আটক – prothom-feni.com

ফেনীতে ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক বিক্রেতা আটক – prothom-feni.com

সদর প্রতিনিধি->>

ফেনীতে ফেন্সিডিল ও গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল হাজী নজির আহম্মেদ এলপিজি এন্ড ফিলিং স্টেশনের সামনে থেকে ৯৯ বোতল ফেন্সিডিল ও দুই কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা মো. হাছান তারেককে (৩৫) আটক করে র‌্যাব।

আটক মো. হাছান তারেক চট্টগ্রাম জেলার চকবাজার থানার চন্দনপুরা এলাকার ইউসুফ কামালের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে মাদক বিক্রেতা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল হাজী নজির আহম্মেদ এলপিজি এন্ড ফিলিং স্টেশনের সামনে মাদক ক্রয়-বিক্রয় করছে। খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা ধাওয়া করে মো. হাছান তারেককে আটক করে।

আটক তারেককে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৯৯ বোতল ফেন্সিডিল ও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৩১ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি র‌্যাবকে জানায়, তিনি দীর্ঘদিন ধরে ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে এনে ফেনী, নোয়াখালী, চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন জায়গার মাদক সেবী ও বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছেন।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক, সহকারী পরিচালক, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, উদ্ধারকৃত মাদক ও আটক ব্যক্তিকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Sharing is caring!

Explore More Districts