ইমরুলকে এখনই বিবেচনা করছেন না রাজ্জাক

ইমরুলকে এখনই বিবেচনা করছেন না রাজ্জাক

টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল ওপেনিং জুটি। সেই সমস্যার সমাধান হিসেবে নতুন-পুরাতন মিলিয়ে নাম আসছে অনেক। সমাধানের সন্ধানে দেশের সবচেয়ে বড় টি-২০ টুর্নামেন্ট বিপিএলে নির্বাচকরাও নিয়মিত চোখ রাখছেন।  ইমরুলকে এখনই বিবেচনা করছেন না রাজ্জাক

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েসের নামটাও এসেছে। সর্বশেষ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে অপরাজিত ৮১ রান করে দলকে জেতান তিনি। তবে এক ইনিংসেই তাকে বিবেচনার সুযোগ নেই বলে মনে করেন রাজ্জাক। ধারাবাহিক পারফর্ম না করা ক্রিকেটারদের সুযোগ নিয়ে “লাফালাফি” করাও ঠিক না বলে মনে করেন এ নির্বাচক।

Advertisment

রোববার রাজ্জাক বলেন, “পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই আসলে দল করা হবে। যারা পারফরম্যান্স করে না তাদেরকে নিয়ে লাফালাফি করা ঠিকও না আমি মনে করি। ইমরুলের কথা বললেন, ইমরুল গত ম্যাচটা ভালো খেলেছে, পারফরম্যান্স করছে এটা বললে ঠিক হবে নাা। ও কিন্তু অনেকদিন ভালো খেলেনি। আপনি ন্যাশনাল লিগ থেকে যদি চিন্তা করেন তাহলে কিন্তু আপ টু দ্য মার্ক না।” 

“কিন্তু আমি ওকে দোষ দিব না। কারণ খেলোয়াড়দের ভালো সময় খারাপ সময় থাকবেই। আপনি (সাংবাদিককে) যেহেতু বললেন  পারফরম্যান্স করছে তাই বললাম। গত ম্যাচে খুব ভালো খেলেছে সন্দেহতীতভাবে।”

বিপিএলের প্রথম চার ম্যাচেই মিডল অর্ডারে ছিলেন ইমরুল। চার ইনিংস মিলিয়ে ৫৪ রান করেন তিনি। মিডল অর্ডারে রান খরার পর টপ অর্ডারে ফিরে এসেই যেন খুঁজে পান ছন্দ। লিটন দাসকে সাথে নিয়ে গড়েন ১৩৮ রানের জুটি। ৬ চার আর ৫ ছক্কায় সাজানো ৬২ বলে ৮১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ইমরুল।


বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।


 

Explore More Districts