দৈনিকসিলেটডটকম: দক্ষিণ সুরমার খোজারখলাস্থ মারকাজ জামে মসজিদে ডিপ টিউবওয়েলের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশেনের মেয়র আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (২৯ জুন) বিকালে মসজিদ প্রাঙ্গণে এই উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনকালে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এ মসজিদের মুসল্লীদের যা যা সহযোগিতার দরকার তা আমি আপনাদের দিতে সব সময় প্রস্তুত। এবং তিনি তাৎক্ষনিকভাবে এই মসজিদে অযুখানা নির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, মুফতি মুুহিবুল হক (গাছবাড়ি), মাওলানা সৈয়দ ইব্রাহিম, হাজী আব্দুল ওয়াদুদ, শাহ আলম স্যার, মুফতি ওলিউর রহমান, মারকাজ জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী আব্দুল মতিন, রিয়াজ উদ্দিন রানা, হাজী মজনু উদ্দিন, আজমল মেম্বার, হাজী নেনাই মিয়া, মো. আবুল কালাম, রুজন মিয়া, রুহেল আহমদ, শামিম আহমদ, ইকবাল কামাল, হাজী মজনু মিয়া, মুন্না শাহ সহ সিলেট জেলা তাবলীগী মারকাজের শূরা হযরত গন উপস্থিত ছিলেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন