৫৬বছরের ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিয়ে নিয়ে গোপনীয়তা,বান্ধবীর সন্তানের বাবা তিনি

৫৬বছরের ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিয়ে নিয়ে গোপনীয়তা,বান্ধবীর সন্তানের বাবা তিনি

•রবিবার ব্রিটিশ সংবাদপত্র দ্য সান অ্যান্ড মেলের (British Newspaper The Sun, Mail) তথ্য অনুযায়ী, এই বিয়ের জন্য শেষ মুহুর্তে সব অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। জানা গিয়েছে যে, জনসনের অফিসের সিনিয়র অফিসাররাও এই বিবাহ সম্পর্কে সচেতন ছিলেন না। করোনার কারণে ব্রিটেনেও বিয়ে বা অন্যান্য জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে৷ বিয়ের অনুষ্ঠানে মাত্র ৩০জন অতিথিকে আমন্ত্রণ করার নিয়ম রয়েছে৷ ফলে প্রধানমন্ত্রীর বিয়েতেও সেই নিয়ম মেনে ৩০জনকে আমন্ত্রণ করা হয়৷

Explore More Districts