বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর নেতারা গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ, ৫-১০ বছর মেয়াদি জ্বালানি নীতি প্রণয়ন ও সব কারখানায় ইভিসি মিটার স্থাপনসহ কয়েকটি দাবি তুলে ধরেন। একই সঙ্গে তাঁরা নতুন করে গ্যাসের দাম বৃদ্ধির সরকারি উদ্যোগে উদ্বেগ জানান। বলেন, আবার দাম বাড়লে অনেক বস্ত্রকল টিকতে পারবে না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিটিএমএর সভাপতি মোহাম্মদ আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মো. ফজলুল হক, আবদুল্লাহ আল মামুন, পরিচালক মো. মোশারফ হোসেন, মো. সালেউদ্দজামান খান প্রমুখ।
মোহাম্মদ আলী বলেন, ‘গত তিন মাস বা তারও বেশি সময় ধরে আমাদের কারখানাগুলো নির্ধারিত পিএসআইয়ে গ্যাস পাচ্ছে না। তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্যাস না দিয়ে পাইপলাইনে শুধু বাতাস সরবরাহ করে আমাদের কাছ থেকে কোটি কোটি টাকা বিল নিচ্ছে। ১ হাজার ২০০টি ইলেকট্রনিক ভলিউম ক্যারেক্টার বা ইভিসি মিটার আমদানি করা হলেও অল্পসংখ্যক মিলে তা স্থাপন করা হয়েছে। ইভিসি মিটার বসালে তিতাসের সিস্টেম লস কত শতাংশ, সেটি বোঝা যাবে। তাই হয়তো তারা ইভিসি মিটার স্থাপনে আগ্রহী নয়।’