কাহালুতে ৬ ’শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন – বগুড়া সংবাদ

কাহালুতে ৬ ’শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন – বগুড়া সংবাদ

কাহালু প্রতিনিধি এম এ মতিনঃ বুধবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২০-২১ অর্থ বছরে খরিপ-২/২০২১-২২ মৌসুমে রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাহালু পৌরসভা সহ উপজেলার ৯টি ইউনিয়নের ৬’শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়। বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু), রওশন আকতার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা কৃষি অফিসার ময়নুল হক সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার ধীমান ভূষন, রাকিব হাসান, উপ-সহকারি কৃষি অফিসার তপন কুমার রায়, কাহালু মডেল প্রেস ক্লা্েবর সাধারণ সম্পাদক এম এ মতিন সহ সকল উপ-সহকারি কৃষি অফিসারবৃন্দ ও কৃষকবৃন্দ। উফসী রোপা আমন উৎপাদনের জন্য ৪’শ ৬০ জন কৃষক প্রত্যেকে পেয়েছে ৫ কেজি বীজ, ডিএপি-১০কেজি ও এমএপি-১০ কেজি করে এবং হাইব্রীড রোপা আমন উৎপাদনের জন্য ১’শ ৪০ জন কৃষক প্রত্যেকে পেয়েছে ২ কেজি বীজ, ডিএপি-২০কেজি ও এমএপি-১০ কেজি করে।

Explore More Districts