রাজবাড়ী বার্তা ডট কম :
করোনার বিস্তার রোধে টিকার কোন বিকল্প নেই। সরকারী ভাবে বর্তমানে শিক্ষার্থীদেরও দেয়া হচ্ছে করোনার টিকো। তবে এই করোনার টিকা নিতে এসে করোনা আক্রান্তের ঝুকিতে পরেছে রাজবাড়ীর শিক্ষার্থীরা।
রাজবাড়ী সদর হাসপাতালে প্রতিদিনই টিকা নিতে আসা শিক্ষার্থীদের উপচে পড়া ভীর লক্ষ করা যাচ্ছে। সৃষ্টি হচ্ছে শিক্ষার্থীদের ছোট, মাঝারি ও বড় আকারের দীর্ঘ লাইন। আর কার আগে কে টিকা নেবে তা নিয়ে চলছে হুরোহুরি করছে। সেখানে নেই সামাজিক দূরত্বের ছিটেফোটা। একই সাথে বেশির ভাগ শিক্ষার্থীর মুখে নেই কোন মাস্ক।
রাজবাড়ী সদর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, জেলা শিক্ষা অফিস বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে থাকে। এরপর শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে আসে। ফলে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। থাকে না সামাজিক দুরত্বও। ফলে তাদের করার কিছু নেই। শনিবারে সকাল ৮টা থেকে দুপুর দুইটা পর্যন্তও ২ হাজার ৪ শত জন শিক্ষার্থীর টিকা দেয়া হয়েছে। তারপরও আরো দুই হাজারের মত শিক্ষার্থী ফিরে গেছে।
সেখানে আগত অভিভাবক সাইদুর রহমান, রফিকুল ইসলামসহ অন্যান্য জানিয়েছেন, টিকা নিতে আসা শিক্ষার্থীদের এখানে যে লাইনের সৃষ্টি হয়েছে এবং যে হুরোহুরি চলছে তাতে করোনা সংক্রমন আরো বৃদ্ধি পাবার সম্ভবনা রয়েছে।
(Visited 9 times, 9 visits today)