দৈনিকসিলেটডটকম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের চিকিৎসকদেরকে গবেষণায় নজর দেবার আহ্বান জানিয়েছেন । প্রধানমন্ত্রী বলেন, আমাদের চিকিৎসকরা রোগী নিয়ে ব্যস্ত থাকেন। কিছুটা সময় যদি আপনারা ব্যয় করেন, গবেষণায় নজর দেন, আমাদের দেশের আবহাওয়া-জলবায়ু, এদেশের মানুষের কী কী ধরনের রোগ দেখা দেয়, প্রতিরোধ শক্তি কীভাবে বাড়ানো যায়, সেটি কিন্তু তাহলে ব্যবস্থা নেওয়া যায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার সকালে সিলেট সহ দেশের ৮টি বিভাগীয় শহরে মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৬০ শয্যা বিশিষ্ট সমন্বিত ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন ভার্চুয়াল এ উদ্বোধন। এ সময় তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের চিকিৎসকরা রোগী নিয়ে ব্যস্ত থাকেন। কিছুটা সময় যদি আপনারা ব্যয় করেন, গবেষণায় নজর দেন, আমাদের দেশের আবহাওয়া-জলবায়ু, এদেশের মানুষের কী কী ধরনের রোগ দেখা দেয়, প্রতিরোধ শক্তি কীভাবে বাড়ানো যায়, সেটি কিন্তু তাহলে ব্যবস্থা নেওয়া যায়।
তিনি বলেন, আমাদের দেশের বেশিরভাগ রোগী কিন্তু পেটের সমস্যায় ভুগত। ইতোমধ্যে আমরা কিন্তু গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট করে দিয়েছি। ইএনটি ইন্সটিটিউট, আই ইন্সটিটিউট, সব ধরণের ইন্সটিটিউট কিন্তু আমরা সরকারে আসার পর থেকে ধাপে ধাপে করে দিয়েছি।
এ সময় প্রধানমন্ত্রী ভয় না পেয়ে দেশবাসীকে করোনার টিকা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশবাসীর জন্য আমরা ৩১ কোটি টিকার ব্যবস্থা করেছি।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে বিভাগীয় ৮টি শহরে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর ঘোষণা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি,স্বাগত বক্তব্য রাখেন, স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া। এছাড়া স্বাস্থ্য খাতে উন্নয়ন নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এদিকে ভার্চুয়াল এ উদ্বোধন অনুষ্ঠানে সিলেটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে সংযুক্ত ছিলেন, সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা মোর্শেদ আহমদ চৌধুরী, বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন, মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফ, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদউদ্দিন পিপিএম, স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা হিমাংশু লাল রায়, সিভিল সার্জন ডা প্রেমানন্দ মণ্ডল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সাবেক মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী এবং বিভিন্ন সরকারি দফতরের প্রধানগণ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, মোসাম্মৎ রিনা বেগম সেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত), শামিমা নাছরিন সভাপতি বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ), ইসরাইল আলী সাদেক সাধারণ সম্পাদক বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ), মোঃ সিরাজুল ইসলাম সহ-সভাপতি বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ), সবিতা রানী দে সিনিয়র স্টাফ নার্স, সিক্তা রানী দে সিনিয়র স্টাফ নার্স।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন