গাইবান্ধা সুন্দরগঞ্জে বাড়িতে পড়ে ছিল শিশুর লাশ!

গাইবান্ধা সুন্দরগঞ্জে বাড়িতে পড়ে ছিল শিশুর লাশ!

গাইবান্ধা সুন্দরগঞ্জে বাড়িতে পড়ে ছিল শিশুর লাশ!

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের খালেকের মোড় এলাকার একটি বাড়িতে পড়ে ছিল এক শিশুর লাশ। খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। মুঠোফোন ধার নেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা।

লাশ উদ্ধার হওয়া শিশুর নাম মারুফ মিয়া (১২)। সে খালেকের মোড় এলাকার আনারুল ইসলামের ছেলে। স্থানীয় কছর আলী মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল মারুফ।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে খালেকের মোড় এলাকার একটি বাড়িতে মারুফের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্যাহিল জামান বলেন, প্রাথমিক তদন্তে একটি মুঠোফোন ধার নেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে জানা গেছে। শনিবার ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

শুক্রবার রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

এ জাতীয় আরো খবর…

Explore More Districts