মিঠুনের ডাবল সেঞ্চুরির পর ৮ রানে এগিয়ে মধ্যাঞ্চল | Narailkantho-Latest Bangla News & Entertainment…

মিঠুনের ডাবল সেঞ্চুরির পর ৮ রানে এগিয়ে মধ্যাঞ্চল | Narailkantho-Latest Bangla News & Entertainment…

ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন মোহাম্মদ মিঠুন। এটা এখন প্রায় পুরনো খবর। তার সেঙ্গ সেঞ্চুরি হাঁকিয়েছেন অধিনায়ক শুভগত হোমও। এই দু’জনের ব্যাটে দক্ষিণাঞ্চলকে ভালই জবাব দিচ্ছে মধ্যাঞ্চল।

শেষ খবর, আজ মঙ্গলবার তৃতীয় দিন শেষে মধ্যাঞ্চল এগিয়ে ৮ রানে। এর আগে দক্ষিণাঞ্চলের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে করা ৩৮৭ রানের জবাবে মধ্যাঞ্চল প্রথম ইনিংসে এগিয়েছিল ৫১ রানে।

ইনিংস ওপেন করতে নামা মোহাম্মদ মিঠুনের ডাবল সেঞ্চুরি (২০৬) আর অধিনায়ক শুভাগত হোমের সেঞ্চুরির (১১৬) পর উইকেটরক্ষক জাকের আলী আর পেসার রবিউল নীচের দিকে রান করলে পঞ্চাশের বেশি লিড পায় মধ্যাঞ্চল।

প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করা মোহাম্মদ মিঠুন ২০৬ রানে ফিরে যান লেগস্পিনার রিশাদের বলে। ৪৮৪ মিনিট উইকেটে থেকে ৩০৬ বলে ২৭ বাউন্ডারি ও ৩ ছক্কায় ওই বিশাল ইনিংসটি সাজান মিডল অর্ডার থেকে ওপেনারে রূপান্তরিত হওয়া কুষ্টিয়ার এ মেধাবি উইলোবাজ। মিঠুনের সঙ্গে পঞ্চম উইকেটে ২৮৩ রান যোগ করার পথে অধিনায়ক শুভাগত হোম খেলেন ১১৬ রানের ইনিংস (৩১৮ মিনিট ২১৯ বলে এক ডজন বাউন্ডারিতে)।

এরপর উইকেটরক্ষক জাকের আলী ১৩৪ বলে ৫৩ আর পেসার রবিউল ৫৬ বলে ৩৪ রানের আরও দুটি সহায়ক ইনিংস খেললে ৪৩৪ রানে গিয়ে শেষ হয় মধ্যাঞ্চলের প্রথম ইনিংস। দক্ষিণাঞ্চলের পক্ষে অধিনায়ক ফরহাদ রেজা (৪/৫৩) আর কামরুল ইসলাম রাব্বি (৪/৭০) চারটি করে উইকেট পান। অপর দুটি উইকেট জমা পড়ে লেগস্পিনার রিশাদ হোসেন ও অফস্পিনার মেহেদির পকেটে।

প্রথম ইনিংসে ৫১ রানে পিছিয়ে মঙ্গলবার পড়ন্ত বিকেলে দ্বিতীয় ইনিংস শুরু করে ১ উইকেটে ৪৩ রান তোলে দক্ষিণাঞ্চল। প্রথম ইনিংসে ৭৬ রান করা ওপেনার এনামুল হক বিজয় শূন্য রানে ফিরে গেছেন বাঁ-হাতি স্পিনার হাসান মুরাদের বলে। অপর ওপেনার পিনাক ঘোষ ২২ আর অমিত হাসান ২০ রান নিয়ে ব্যাট করছেন।


Explore More Districts