দিনাজপুর গোপালগঞ্জে ধানের ট্রাকট্রর উল্টে বস্তায় চাপা পরে একজনের মৃত্যু – দিনাজপুর নিউজ

দিনাজপুর গোপালগঞ্জে ধানের ট্রাকট্রর উল্টে বস্তায় চাপা পরে একজনের মৃত্যু – দিনাজপুর নিউজ


দিনাজপুর গোপালগঞ্জে ধানের ট্রাকট্রর উল্টে বস্তায় চাপা পরে একজনের মৃত্যু – দিনাজপুর নিউজ




দিনাজপুর সংবাদাতাঃ দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জ বাজার এলাকায় ধান বোঝাই ট্রাক্টর উল্টে ধানের বস্তায় চাপা পড়ে এক সাইকেল আরহী নিহত হয়েছে। গুরুত্বর আহত হয়েছে ১ জন।

৪ জানুয়ারী (মঙ্গলবার) সন্ধায়) দিনাজপুর ঢাকা মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত যুবক হলেন দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের কর্নাই এলাকার বাংরু নাথ এর ছেলে মেঘ নাথ (২০)। গুরুত্বর আহত ব্যাক্তি হলেন একই এলাকার সুরেশ এর ছেলে (মানিক ২৬)। তারা পেশায় রাজমিস্ত্রী।

স্থানীয়রা জানায় সন্ধায় ধান বোঝাই ট্রাকটর টি ১২০ বস্তা ধান নিয়ে দুইভাই অটো রাইস মিলে যাচ্ছিলেন। রাজের কাজ শেষ করে সাইকেল আরোহীরা বাসায় ফিরছিলেন। গোপালগঞ্জ বাজার এলাকায় এলে ট্রাকটর টি উল্টে গেলে সাইকেল আরেহীরা ধানের বস্তার নিচে চাপা পরেন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেঘনাথ কে মৃত বলে ঘোষনা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, এ ঘটনায় একজন নিহত হয়েছেন। ধান বোঝাই ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।




Explore More Districts