যশোরে যুবককে ছুরিকাঘাত

যশোরে যুবককে ছুরিকাঘাত

যশোর শহরতলি শেখহাটিতে প্রান্ত (১৮) নামে এক যুবককে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করেছে।

সে শেখহাটি দক্ষিনপাড়াএলাকার পরিতোষ কুমার পালের ছেলে। আহত প্রান্ত জানায়, আমি নবান্ন ভোজ প্রতিষ্ঠানে সেলসের চাকরি করি।

আজ সন্ধ্যায় ফুড সরবরাহের জন্য শেখহাটি সফিয়ার রহমান মডেল স্কুল এলাকায় পৌঁছালে অজ্ঞাত দুই যুবক কোন কিছু বুঝে উঠার আগে আমার বাইসাইকেল গতিরোধ করে আমার যেতে বলেই বাম পায়ে একটা ও পিছনে একটি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা ভর্তি করে দেয়।

Explore More Districts