মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৃণমূল থেকে ছয়জনের নাম প্রস্তাব করা হয়েছিল, কিন্তু তাঁদের কাউকেই মনোনয়ন দেওয়া হয়নি। কেন্দ্র থেকে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন রেজাউল করিম চৌধুরী। তিনি সাংসদ শাজাহান খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
দলীয় সূত্রে জানা গেছে, গত ১৩ জুলাই রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব মিয়া বার্ধক্যের কারণে মারা যান। ২৭ জানুয়ারি এখানে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। উপনির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের লক্ষ্যে গত ২৪ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় আওয়ামী লীগের ছয়জনের নাম চূড়ান্ত করে কেন্দ্রে তালিকা পাঠানো হয়।