| Suprobhat Bangladesh

| Suprobhat Bangladesh




সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

আনকোরা ক্রিকেটারদের নিয়েই অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপের শিরোপা ধরে রেখেছে ভারত। দলটি এ নিয়ে ৯ আসরের মধ্যে ৮ বারই শিরোপা জিতেছে। অষ্টম শিরোপা জিততে দলটি গতকাল দুবাইয়ে বৃষ্টিস্নাত ফাইনালে ৯ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কাকে। ১৯৮৯ সালে শুরু হয় চ্যাম্পিয়নশিপ। ২০১২ সালে ফাইনাল টাই হলে ভারত-পাকিস্তান যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছিল। ২০১৭ সালে চ্যাম্পিয়ন হয়েছিল আফগানিস্তান।  গত আসরে বাংলাদেশের যুবারা প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল। হেরেছিল মাত্র ৫ রানে। এবার সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নেয় যুবারা।  গতকাল বৃষ্টিতে ৫০ ওভারের ফাইনাল প্রথমে নির্ধারিত হয় ৩৮ ওভারে। টস জিতে ব্যাটিংয়ে নেমে লঙ্কান তরুণরা ভারতীয় বোলার ভিকি অস্টাওয়াল, কৌশল তাম্বের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩৮ ওভারে ৯ উইকেটে ১০৬ রান করে। সর্বোচ্চ ১৯ রান করেন ইয়াশ রড্রিগো। ভিকি ৮ ওভারে ১১ রানের খরচে নেন ৩ উইকেট। লঙ্কান ইনিংস শেষ হলে ফের বৃষ্টি নামে। ডিএল মেথডে ভারতকে টার্গেট দেওয়া হয় ৩২ ওভারে ১০৪ রান। ভারত তা টপকে যায় ৬৩ বল হাতে রেখে। ভারতকে চ্যাম্পিয়ন করতে ৫৬ রানের হার না মানা ইনিংস খেলেন ওপেনার অঙ্করিশ রাগুভাসি। ৬৭ বলের ইনিংসে ছিল ৭টি চার। এ ছাড়া ৩১ রানে অপরাজিত থাকেন শেখ রাশিদ। ৪৯ বলের ইনিংসে ছিল ২ চার। যুব এশিয়া কাপ শেষে যুব বিশ্বকাপ খেলতে ভারত শ্রীলঙ্কা উড়ে গেছে। খবর বাংলানিউজের



Explore More Districts