৯ দিন ব্যাপি শুরু হয়েছে ফরিদপুর চৌধুরী বাড়ীর কীর্তন
স্টাফ রিপোর্টার : শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩২ তম তিরোধান দিবস উপলক্ষে ফরিদপুর শহরের চৌধুরি বাড়ী ২ রা জুন বৃহস্পতিবার থেকে ৯ দিন ব্যাপি শুরু হয়েছে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন। প্রতি বছরের ন্যায় এ বছরেও কীর্তনের শুরু থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তবৃন্দদের পদচারনায় মুখোরিত হয়ে উঠেছে চৌধুরি বাড়ী। একই সাথে আগত ভক্তবৃন্দদের মাঝে প্রতিদিনই বিতরন করা হচ্ছে মহা ভোগপ্রসাদ।
এদিকে এ উৎসবকে কেন্দ্র করে একটি মিনি মেলার আয়োজন করা হয়েছে। এতে হিন্দু ধর্মীয় নানা ধরনের জিনিসপত্র সহ বাহারী রকমের খাবারে ভক্তবৃন্দদের নিকট বেশ জনপ্রিয়তা লাভ করেছ মেলার স্টলগুলো। শ্রী শ্রী দূর্গা মন্দির এবং শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির কমিটি সুত্রে জানা যায় শ্রীমদ্ভাগবত পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠান বৃহস্পতি ও শুক্রবার পর্যন্ত পালন করা হয় হিন্দু ধর্মীয় নানা উৎসব।
শনিবার সকাল থেকে ৪০ প্রহর ব্যাপী শ্রীশ্রী মহাহরিনাম সংকীর্তন যজ্ঞ শুরু হয়েছে। যা আগামী বুধবার শেষ হবে। এ ছাড়াও ৯ জুন বৃহস্পতিবার রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা স্মরন কীর্তন অনুষ্ঠিত হবে। আগামী ১০ জুন শুক্রবার নগর কীর্তন, কুঞ্জ ভঙ্গ, দধি মঙ্গল, শ্রী শ্রী মহাপ্রভুর ভোগ রাগ, মহাপ্রসাদ বিতরণ ও মহস্ত বিদায় এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে বলে সূত্রে জানা গেছে।