৯ জুলাই ঢাকায় প্রীতি সমাবেশ করবে লক্ষ্মীপুর ফোরাম

৯ জুলাই ঢাকায় প্রীতি সমাবেশ করবে লক্ষ্মীপুর ফোরাম

৯ জুলাই ঢাকায় প্রীতি সমাবেশ করবে লক্ষ্মীপুর ফোরাম

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুরটোয়েন্টিফোর | ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলার নাগরিকদের সংগঠন “লক্ষ্মীপুর ফোরাম ঢাকা“ এর উদ্যোগে  এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হবে। বুধবার ( ৯ জুলাই) ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশে জামায়াতে নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। এছাড়া উপস্থিত থাকবেন, প্রখ্যাত ইসলামিক আলোচক মাওলানা তারেক মনোয়ার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল এডভোকেট আতিকুর রহমান । 

লক্ষ্মীপুর ফোরামের সভাপতি ডাক্তার আনোয়ারুল আজীম এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, ঢাকাস্থ লক্ষ্মীপুরের নাগরিকদের জন্য আয়োজিত এ অনুষ্ঠানে মূলত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে লক্ষ্মীপুর-৩ আসনের নাগরিকদের মতামত জানানো হবে।

Explore More Districts