৭ July ২০২৫ Monday ১০:৩১:২২ PM | ![]() ![]() ![]() ![]() |
কাউখালী(পিরোজপুর) সংবাদদাতাঃ দীর্ঘ ৯ বছর পর মুক্ত পরিবেশে ৮ই জুলাই অনুষ্ঠিত হবে পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে সামনে রেখে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও উৎসবের আমেজ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১৬ সালে ১১ ফ্রেব্রুয়ারী কাউখালী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘ ৯ বছর কোনও সম্মেলন করতে পারেনি দলটি। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সক্রিয় হয়ে ওঠেন তৃণমূল বিএনপির নেতাকর্মীরা।
এ অবস্থায় ৮ ই জুলাই কাউখালী পুরাতন কেন্দ্রীয় ঈদ গাহ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা বিএনপির এ সম্মেলন। সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।এদিকে সোমবার বিকেলে সম্মেলন স্থান পরিদর্শন করেছেনবিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ কাজী রওনাকুল ইসলাম টিপু। এ সময় জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন,উপজেলা বিএনপির আহবায়ক এস এম আহসান কবীর.সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কাউখালী উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ একাধিক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে।
এবার তৃণমূলে ‘ভোটের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে নেতৃত্ব’। প্রতীক্ষিত সম্মেলন ঘিরে বিএনপির তৃণমূলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। বহুদিন পর উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা।
দায়িত্বপ্রাপ্ত নেতাসহ সম্ভাব্য পদপ্রত্যাশীরা সম্মেলন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থীদের সমর্থকেরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কাউন্সিলরদের (ভোটার) সঙ্গে সরাসরি যোগাযোগ ও সভা-সমাবেশের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদপ্রার্থীরা।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |