৮ দফা দাবিতে সড়ক অবরোধ করে রহমতপুর এটিআই শিক্ষার্থীদের বিক্ষোভ

৮ দফা দাবিতে সড়ক অবরোধ করে রহমতপুর এটিআই শিক্ষার্থীদের বিক্ষোভ

৯ April ২০২৫ Wednesday ১১:১৮:৩৭ PM

Print this E-mail this


৮ দফা দাবিতে সড়ক অবরোধ করে রহমতপুর এটিআই শিক্ষার্থীদের বিক্ষোভ

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ॥ ডিপ্লোমা কৃষিবিদদের উচ্চশিক্ষা ও পেশাগত মর্যাদা নিশ্চিতসহ মোট ৮ দফা দাবিতে বাবুগঞ্জ উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বরিশাল রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা। বুধবার ( ৯ মার্চ) বেলা ১২টা থেকে ১ টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর ব্রিজে ঘন্টা ব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এসময় বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কের সকল প্রকার যান চলাচল। ভোগান্তীতে পড়ে সড়কে চলাচলকারীরা। পরে পুলিশের পক্ষ থেকে সমাধানের আশ্বাসে সড়ক ছেড়েছেন শিক্ষার্থীরা। বিক্ষোভ কর্মসূচিতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নিয়ে বিভিন্ন স্লোগান দিতে ও দাবির পক্ষে ফেস্টুন প্রদর্শন করতে দেখা গেছে তাদের। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, সারা দেশের কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা বহুদিন ধরে উচ্চশিক্ষার সুযোগসহ নানা অধিকার থেকে বঞ্চিত। এজন্য দীর্ঘদিন ধরে আন্দোলন ও বিভিন্ন মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। ফলে আমরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছি। এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে ৮ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হচ্ছে ১. ডিপ্লোমা কৃষিবিদদের জন্য পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা। ২. উপসহকারী কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে গেজেটভুক্ত করে প্রজ্ঞাপন জারি করা এবং উপসহকারী কৃষি কর্মকর্তা পদে ধারাবাহিক নিয়োগ দেওয়া। ৩. কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়েনে শিক্ষক সংকট দূর করা। ৪. কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অধীন থেকে কৃষি মন্ত্রণালয়ের অধীনে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে রূপান্তর করা। কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদে কেবল ডিপ্লোমা কৃষিবিদদের নিয়োগ দেওয়া। ৬.বেসরকারি চাকরির ক্ষেত্রে ডিপ্লোমা কৃষিবিদদের জন্য ন্যূনতম দশম গ্রেডে বেতন নির্ধারণ করা। ৭. কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য মাঠ সংযুক্তি ভাতা চালু করা। ৮. উপসহকারী কৃষি কর্মকর্তাদের জন্য চাকরিতে যোগদানের পর ৬ মাসব্যাপী ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করা। আর আগে গত রবিবার (৬ মার্চ) থেকে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৮ মার্চ) পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন করে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





দলগুলো স্বল্প সংস্কারে একমত হলে ডিসেম্বরেই নির্বাচন: প্রধান উপদেষ্টা

বরিশালে নগর বিএনপির কর্মিসভায় চেয়ারে বসা নিয়ে তুমুল মারামারি

বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত

বরিশালে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ৮৪ হাজার ৩০৩ পরীক্ষার্থী

মাদক সেবনের টাকা সংগ্রহের জন্য দুই বন্ধু মিলে অপর বন্ধুকে হত্যা করে ডোবার কচুরিপানায় লাশ গোপন !! অতঃপর…

Explore More Districts