৮১ টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে ইসির সংলাপ আগামীকাল – DesheBideshe

৮১ টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে ইসির সংলাপ আগামীকাল – DesheBideshe

৮১ টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে ইসির সংলাপ আগামীকাল – DesheBideshe

ঢাকা, ২৪ নভেম্বর – আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মোট ৮১টি সংস্থাকে এই সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২৪ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক এ তথ্য জানান।

ইসি জানায়, আগামীকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই সংলাপ অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এই আয়োজনে সকাল-বিকেল মিলে ৮১টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ইসি জানায়, নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে তাদের মতামত ও পরামর্শ জানতেই মূলত ইসির এই উদ্যোগ। পর্যবেক্ষকদের কাছ থেকে পাওয়া সুপারিশগুলো কমিশন আমলে নিয়ে সুষ্ঠু নির্বাচনের রূপরেখা তৈরিতে কাজ করবে বলে জানা যায়।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৪ নভেম্বর ২০২৫



Explore More Districts