৮১টি দেশীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিল নির্বাচন কমিশন

৮১টি দেশীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিল নির্বাচন কমিশন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) মোট ৮১টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্তভাবে নিবন্ধন দিয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এই তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
ইসি জানায়, প্রথম ধাপে ৬ নভেম্বর থেকে পাঁচ বছরের জন্য ৬৬টি সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়। পরবর্তীতে যাচাই–বাছাই শেষে ৪ ডিসেম্বর দ্বিতীয় ধাপে আরও ১৫টি সংস্থাকে নিবন্ধন প্রদান করা হয়। ফলে মোট নিবন্ধিত সংস্থার সংখ্যা দাঁড়ায় ৮১টি।
গত ২৮ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে কাজ করার জন্য ৭৩টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার প্রাথমিক তালিকা প্রকাশ করে কমিশন। ওই তালিকায় অন্তর্ভুক্ত সংস্থাগুলোর বিরুদ্ধে অভিযোগ, দাবি বা আপত্তি থাকলে তা ২০ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশন সচিবের কাছে লিখিতভাবে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অভিযোগের সপক্ষে প্রয়োজনীয় প্রমাণপত্র যুক্ত করাও বাধ্যতামূলক ছিল।
নির্ধারিত সময়ের দাবি–আপত্তি নিষ্পত্তি শেষে প্রথম ধাপে ৬৬টি সংস্থা ৬ নভেম্বর ২০২৫ থেকে ৫ নভেম্বর ২০৩০ পর্যন্ত পাঁচ বছরের জন্য নিবন্ধন পায়।
পরবর্তী যাচাই শেষে দ্বিতীয় ধাপে ১৫টি সংস্থা ৪ ডিসেম্বর ২০২৫ থেকে ৩ ডিসেম্বর ২০৩০ পর্যন্ত নিবন্ধন লাভ করে।
এদিকে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

Explore More Districts