জেরুজালেম, ২০ অক্টোবর – গাজায় ঘোষিত যুদ্ধবিরতির মধ্যেও থামছে না ইসরায়েলি আগ্রাসন। নতুন করে দেশটির বিমান হামলায় অন্তত ৯৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৩০ জন। গাজা সরকারের গণমাধ্যম কার্যালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত ৮০ বার চুক্তি ভঙ্গ করেছে। শুক্রবার রাত ও শনিবার ভোরে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ চালায় ইসরায়েলি বাহিনী।
অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি—হামাসই আগে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, তাদের পাল্টা জবাবেই এ হামলা চালানো হয়। তবে হামাস এ অভিযোগ অস্বীকার করেছে।
এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “গাজার যুদ্ধবিরতি এখনো বহাল আছে, এবং আমরা পরিস্থিতি শান্ত রাখতে কাজ করে যাচ্ছি।”
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজায় অন্তত ৬৮ হাজার ১৫৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ। অপরদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে নিহত হয় ১ হাজার ১৩৯ জন, এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।
শনিবার দেইর আল-বালাহর আল-আকসা হাসপাতালে নিহতদের মরদেহ নেওয়া হলে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।
গাজার মানবিক পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, অব্যাহত হামলায় গাজার পুনর্বাসন ও চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে।
সূত্র: ঢাকা টাইমস
এনএন/২০ অক্টোবর ২০২৫