১৮ December ২০২৪ Wednesday ৭:০৫:৪২ PM | ![]() ![]() ![]() ![]() |
নগর প্রতিনিধি:

টানা ৮দিন পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী, মেডিসিন ক্লাব ও যুব রেড ক্রিসেন্ট ক্লাব এর কার্যক্রম পূনরায় শুরু করা হয়েছে।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টায় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর সংগঠনগুলোর তালা খুলে দেন।
এসময় তিনি রোগীদের জন্য অনুষ্ঠানিকভাবে রক্তের ব্যাগও বিতরণ করেন। উপস্থিত ছিলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ডা. রেজওয়ান রেজা, মিড লেভেল ডক্টরস এসোসিয়েশন এর সভাপতি ডা. বদরুদ্দোজা মোঃ জোবায়েদ সৈকত, ডা. মোঃ ফয়সাল আহমেদ, ডা. ইস্তিয়াক আজমেদ রিফাত। এছাড়া সন্ধানী, মেডিসিন ক্লাব ও রেড ক্রিসেন্ট এর শিক্ষার্থীরা উপুস্থিতি ছিলেন।
উল্লেখ্য- ক্লাবের পরিচালনা নিয়ে গত ৮ দিন পূর্বে দুই গ্রুপের উত্তেজনা কর পরিস্থিতি সৃস্টি হয়। এমন পরিস্থিতি শান্ত করতে হাসপাতাল পরিচালক সন্ধানী, মেডিসিন ক্লাব ও রেড ক্রিসেন্ট’র করিডরের দুটি গেট বন্ধ করে দেন। গত কয়েক দিনে পরিস্থিতি শান্ত হলে উভয় পক্ষের সন্মতিতে আজ বুধবার ফের সন্ধানী, মেডিসিন ক্লাব ও রেড ক্রিসেন্ট ক্লাবের কার্যক্রম শুরু করা হয়। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এ বর্তমানে রক্তদান এবং ভ্যাক্সিনেশন নিয়ে ৩ টি স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী, মেডিসিন ক্লাব, যুব রেড ক্রিসেন্ট। এই তিন সংগঠন থেকে প্রতিদিন গড়ে শতাধিক রোগী সেবা পেয়ে থাকে। মেডিকেল এবং ডেন্টাল শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবায় এসব সংগঠন পরিচালিত হয় আসছে।
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |